আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই চলছে সংকট। এ সংকটের প্রভাব পড়েছে দেশটির শিশুদের ওপরও। সম্প্রতি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাতের কারণে নিহত হয়েছে অন্তত ৪৬০ শিশু। এ তালিকায় গত বৃহস্পতিবার নিহত হওয়া চারজনও রয়েছে। যারা বেঁচে গেছে, তারাও ভালো নেই। অনেকে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দশকের পর দশক ধরে আফগানিস্তানে চলছে ভয়াবহ সংকট। বিভিন্ন পক্ষের মধ্যকার সংঘাতে বিপাকে জনজীবন। এতে শিশুদের নিরাপত্তা ক্রমেই কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।