হোম > ছাপা সংস্করণ

নানা কর্মসূচিতে বেগম রোকেয়া দিবস পালিত

'নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি' এ প্রতিপাদ্যে দিনাজপুর, নীলফামারী ও গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

হিলি: দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী মানববন্ধন করা হয়।

বিরল: দিনাজপুরের বিরলে গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজে নিজ নিজ কার্যক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিন নারীকে দেওয়া হয় জয়িতা সম্মাননা। গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে তিন নারীকে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা জানানো হয়।

দিনাজপুর: দিনাজপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানীগঞ্জ রজত বসাক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিতেস্বর বসাক।

ডোমার: নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শেষে পাঁচজন নারী অর্থনৈতিক সাফল্য অর্জনকারী খাতিজা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যে হোসনে আরা বেগম, সফল জননী অমিতা রানী রায়, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা নারী রাশিদা বেগম ও সমাজ উন্নয়নে নারী মোছা. রেজিনা বেগমের হাতে সম্মাননা দেন অতিথিরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ