ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ‘সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম মৃদুল। এ সময় বিভিন্ন ধর্মের অনেক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন, আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, অরুয়াইল বাজার জামে মসজিদের ইমাম মামুনুর রশীদ, হিন্দু নেতা বেণী মাধব রায়, শিক্ষক উত্তম ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, প্রত্যেক ধর্মই তার নিজ নিজ অনুসারীদের নিজ ধর্ম পালনের জন্য যেমন উৎসাহিত করে, তেমনিভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করতে নিষেধ করে।