হোম > ছাপা সংস্করণ

দিনাজপুরে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস; যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগে সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, দিনের তাপমাত্রা থাকছে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের অক্টোবরে দিনাজপুরে রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় শীতের আগমন ত্বরান্বিত হয়েছে। অক্টোবরে গড় বৃষ্টিপাত যেখানে ১২০ থেকে ১৩০ মিলিমিটার, সেখানে এ বছর বৃষ্টিপাত হয়েছে তিন গুণের বেশি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেমন কমেছে তাপমাত্রা, তেমনি শীতও এসেছে তাড়াতাড়ি।

এদিকে মঙ্গলবার শেষ দিনের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের পড়তে হয় বিড়ম্বনায়। শীতের প্রকোপে ভোর থেকে অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে ঘন কুয়াশার। মঙ্গলবার বেলা ১১টার পর দেখা যায় সূর্যের। তবে রোদের তেজ ছিল না। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলতে হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ