ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরবর্তী সরকারি খাস জমি থেকে কোটি টাকার মাটি চুরি করেছে একটি চক্র। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মজিবর রহমান নামে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেলকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গত রোববার সকালে উপজেলার চরকুন্দলিয়া মৌজার ধলেশ্বরীর পাড়ে গিয়ে দেখা যায়, নদীর তীরে কয়েক একর জমি থেকে মাটি চুরি করে বিক্রি করে ফেলেছে একটি চক্র। এতে নদীর তীরবর্তী কৃষিজমি ও চরকুন্দলিয়া গ্রাম নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী মজিবর রহমান বলেন, ‘ইমান আলী ও এ বি এম নুরুজ্জামান এই এলাকায় সরকারি খাস জমিতে সাইনবোর্ড লাগিয়ে সেখান থেকে কোটি টাকার মাটি চুরি করে অবৈধভাবে বিক্রি করে আসছেন। এতে নদীতীরে কৃষিজমি ও চরকুন্দলিয়া গ্রাম নদীতে বিলীন হয়ে যেতে পারে।’
অভিযুক্ত ইমান আলী বলেন, ‘যে জমি থেকে মাটি কেটেছি, সেটা আমাদেরই জমি। কোনো সরকারি খাস জমি থেকে আমরা মাটি কাটিনি।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেলকে নির্দেশনা দেওয়া হচ্ছে।’