চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. শফিউল আলমের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। গত রোববার তিনচৌদিয়া এলাকায় গণসংযোগে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
বিদ্রোহী প্রার্থী মো. শফিউল আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী নুর কুতুবুল আলমের ছোট ভাই জানে আলমের নেতৃত্বে তাঁর গণসংযোগে হামলা করা হয়। হামলায় তাঁর চার থেকে পাঁচজন কর্মী আহত হয়েছেন। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চান। অবাধ নির্বাচন ও গণসংযোগ করার সুন্দর পরিবেশ তৈরি করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিলকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রার্থী নুর কুতুবুল আলম। তিনি বলেন, ‘আমার লোকজন ওই এলাকায় নির্বাচনী প্রচার করতে গেলে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা উসকানিমূলক স্লোগান দিলে দুপক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি।’ তিনি দাবি করেন, ‘গত শনিবার রাতে বেতাগী ৬ নম্বর ওয়ার্ডে আমার নির্বাচনী অফিস পুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।’ এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।