হোম > ছাপা সংস্করণ

ফকিরহাটে নৌকা সাতে সাত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাটের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জনই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের জয় লাভ করেছেন। গত সোমবার উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৭টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে যারা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন ১ নম্বর বেতাগা ইউনিয়ন থেকে মো. ইউনুস আলী শেখ, (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত),২ নম্বর লখপুর ইউনিয়ন থেকে এমডি সেলিম রেজা (নির্বাচিত), ৩ নম্বর পিলজংগ ইউনিয়ন থেকে মো. জাহিদুল ইসলাম মোড়ল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৪ নম্বর ফকিরহাট ইউনিয়ন থেকে শিরিনা আক্তার কিসলু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৫ নম্বর বাহিরদিয়া-মানসা ইউনিয়ন থেকে মো. রেজাউল করিম ফকির (নির্বাচিত), ৬ নম্বর নলধা-মৌভোগ ইউনিয়ন থেকে সরদার আমিনুর রশিদ মুক্তি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), এবং ৮ নম্বর শুভদিয়া ইউনিয়ন থেকে শেখ ফারুকুল ইসলাম ওমর নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। ফকিরহাটে নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে শুভ দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এমএ আওয়াল (আনারস প্রতীক) বেলা ১১টার দিকে ভোট বর্জন করেন বলে তিনি জানান।

শুভ দিয়া ইউনিয়নের তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শ্যামল শাহা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রের ভেতর বা বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

উপজেলার কোনো কেন্দ্র থেকে নির্বাচনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ