ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের বর্তমান ও সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সাইমুন হক রাজীব (৩৫) এবং এনায়েত উল্যাহ সোহেল (৩৮)। সাইমুন হক রাজীব উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং এনায়েত উল্যাহ সোহেল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এনায়েত উল্যাহ সোহেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ছুট্টুর ছেলে। এনায়েত উল্যাহ সোহেল জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের সিদ্দিক উল্যাহর ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাঁরা দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আজ (গতকাল) বিকেলে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।