গাছে পানি দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
দুপুরে পানি
কড়া রোদে দুপুরবেলা গাছে পানি দেবেন না। শিকড় পর্যন্ত পানি পৌঁছাতে পারে না। তাই খুব ভোরে গাছে পানি দেওয়া ভালো।
প্রতিদিন পানি
কিছু গাছে প্রতিদিন পানি দেওয়ার দরকার নেই। প্রতিদিন পানি দিলে গাছের শিকড় মাটির গভীরে গিয়ে পানি ও পুষ্টির সন্ধান করে না। ফলে গাছের গোড়া হয় দুর্বল।
ছিদ্র
টবে ছিদ্র থাকলে তা দিয়ে অতিরিক্ত পানি বের হতে পারে। না হলে গাছের গোড়া পচেও যেতে পারে। তাই ছিদ্র আছে এমন টব কিনুন।
টবের আকার
বড় টবে বারবার পানি দেওয়ার প্রয়োজন নেই। ছোট টবে বারবার পানি দিতে হয়।
গোড়ায় পানি
গাছের গোড়ায় পানি না দিলে তা বাষ্প হয়ে উড়ে যাবে। গাছও স্বাস্থ্যবান হবে না।