দুই বছর আগে সেপ্টেম্বরে ম্যানচেস্টার সফরের অম্লমধুর স্মৃতিটা ক্যারিয়ারে নিশ্চিত আলাদা হয়ে থাকবে ক্রিস্টোফার এনকুকুর কাছে। কোচ পেপ গার্দিওলার ক্ষুরধার মস্তিষ্ক ও তারকায় ঠাসা সিটিজেনদের বিপক্ষে একাই কী লড়াইটা না করেছিলেন ফরাসি ফরোয়ার্ড! কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয় ‘নিঃসঙ্গ শেরপা’ হয়ে।
প্রথম সাক্ষাতেই সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল আরবি লাইপজিগ। জার্মান ক্লাবটির তিন গোলই করেছিলেন এনকুকু। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতি লেগে অবশ্য ঠিকই প্রতিশোধ নেয় জার্মান ক্লাবটি। দুই বছর পর আবারও মুখোমুখি দুই দল। তবে এবার লড়াইটা শেষ ষোলোয়। প্রথম লেগে আজ রেড বুল অ্যারেনায় সিটিজেনদের আতিথেয়তা দেবে মার্কো রোজের দল। গার্দিওলার শিষ্যদের হারাতে জার্মান কোচ তাকিয়ে থাকবেন এনকুকুর দিকে।
পোর্তোর ইন্টার-পরীক্ষা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ দেখা হয়ে যাচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও পোর্তোর। নেরাজ্জুরিরা সান সিরোতে আজ রাতে আতিথেয়তা দেবে পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোকে। এই দুই দলের সাক্ষাতে অবধারিতভাবে একটি নাম স্মরণে আসবে সবার আগে—হোসে মরিনহো। পর্তুগিজ কোচ হয়তো এই ম্যাচ দেখতে আসতেও পারেন। নিজের সাবেক দুই ক্লাব বলে কথা! রোমার দায়িত্ব নিয়ে এখন ‘স্পেশাল ওয়ান’ ইতালিতেই আছেন। ২০০৩-০৪ মৌসুমে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ২০০৯-১০ মৌসুমে ইন্টারকেও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেন মরিনহো।