করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ওপর টিকার বুস্টার ডোজের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, এটি গুরুতর অসুস্থতা ঠেকাতে প্রায় ৮৫ শতাংশ কার্যকর। যদিও ওমিক্রনের তুলনায় আগের ধরনগুলোর বিরুদ্ধে টিকার কার্যকারিতা কিছুটা বেশি।
যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ অব লন্ডনের একদল বিজ্ঞানীর সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানা গেছে বলে গতকাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে রেকর্ড ৮ লাখ ৬১ হাজারের বেশি মানুষকে বুস্টার ডোজ বা করোনার তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
গবেষকেরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া করোনার এই নতুন ধরন সম্পর্কে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আরও বাস্তবভিত্তিক তথ্য না পাওয়া পর্যন্ত এর বিরুদ্ধে টিকার সুরক্ষাবিষয়ক কোনো তথ্যই চূড়ান্ত নয়। ওমিক্রন কতটা হালকা বা গুরুতর হতে পারে, সে বিষয়ে এখনো গবেষণা করছেন বিজ্ঞানীরা।