বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বান্দরবান জেলা শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী নিরুতাজ বেগমকে সভাপতি ও অ্যাডভোকেট উম্যাসিং মারমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহিলা দল বান্দরবান জেলা শাখা সূত্রে জানা গেছে, কমিটিতে উম্মে কুলসুম লীনাকে সিনিয়র সহসভাপতি, শিরিন আক্তারকে যুগ্ম সম্পাদক এবং পম্পি দাশকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।
বান্দরবান জেলা মহিলা দলের কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মোহাম্মদ জাবেদ রেজা জানান, গত বছরের ২৭ নভেম্বর কেন্দ্রীয় মহিলা দলের নেত্রীদের উপস্থিতিতে বান্দরবানে জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় যাচাই-বাছাই করে যোগ্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় মহিলা দল।
বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম বলেন, ‘মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহানারা আক্তার শানুসহ বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা আমার কাজের মূল্যায়ন করেছেন। আমাকে আবারও বান্দরবান জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব দিয়েছেন।’
নিরুতাজ আরও বলেন, ‘এটা আমার জন্য বড় পাওয়া। নতুন একটি চ্যালেঞ্জ। আগামী দিনে বান্দরবান জেলা মহিলা দলকে আরও সুসংগঠিত করা এবং এলাকার উন্নয়নে কাজ করে যাবেন নতুন কমিটির সদস্যরা।’