ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাংসদ নাজমুল হাসান পাপন তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ভৈরবে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল করেছেন। সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এর পর দলীয় নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ।