রংপুর নাট্যকেন্দ্র প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর টাউন হল চত্বরে নাট্যোৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসবের উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার সুমিত মোহন্তের রচনা ও নির্দেশনায় মাইডাসের স্বপ্ন নাটক মঞ্চায়ন হবে। তৃতীয় দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সুমিত মোহন্তের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক শাস্তি।
উৎসবের সমাপনী দিনে থাকছে সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় নাটক নীল লতিতার গীত।
রংপুর নাট্যকেন্দ্রের প্রযোজনা ও পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় টাউন হল মঞ্চে এসব নাটক মঞ্চায়ন করা হবে।
রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ বলেন, অবক্ষয়ের দ্বারপ্রান্তে থাকা সমাজকে রক্ষায় মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এসব আয়োজন। সংস্কৃতিমনা লোকজনের অংশগ্রহণে এই চার দিন টাউন হল মুখরিত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। করোনা পরিস্থিতির কারণে এ বছর রংপুরের বাইরের কোনো নাট্যদল উৎসবে অংশ নিচ্ছে না বলে জানান তিনি।