শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লিগের ফাইনাল খেলায় টাইব্রেকারে মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং স্পোর্টিং ক্লাব। গত শনিবার বিকেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে রাইজিং স্পোর্টিং ক্লাব। এ নিয়ে টানা ৩ বার শিরোপা লাভ করে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রাইজিং স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলাটি আক্রমণ, পাল্টা আক্রমণে জমজমাট হলেও দুই দলের ফরোয়ার্ডদের একাধিক সুযোগ মিস হওয়ায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে দুই দল। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের জয় পায় রাইজিং ক্লাব।
খেলা শেষে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক বিজয়ী দলসহ অন্যদের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ টাকা তুলে দেন। ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার লাভ করেন রাইজিং ক্লাবের মিডফিল্ডার রাশেদুল ইসলাম জিহান। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন রাইজিং ক্লাবের মিডফিল্ডার কাওছার আহমেদ ফেরদৗস। সেরা গোলরক্ষক হয়েছেন মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাবের আজিজুল হক। হ্যাটট্রিকসহ ৫ গোল করায় একই ক্লাবের ফরোয়ার্ড শামীম শাহেদ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন প্রমুখ।