জগন্নাথপুরে বন্দুকসহ আরশ আলী (৪৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। আসন্ন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার সহিংসতা এড়াতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
গতকাল রোববার আদালতের মাধ্যমে আরশ আলীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা।
এর আগে গত শনিবার রাতে আটঘর গ্রামে অভিযান চালিয়ে আরশ আলীকে আটক করে পুলিশ। এ সময় তাঁর তথ্যমতে একটি পুরোনো একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকেরা যেন কোনো ধরনের সহিংসতায় না জড়াতে পারে সে জন্য অস্ত্র অভিযান চলছে।