হোম > ছাপা সংস্করণ

মোল্লাহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সামাদ শরীফ (৪৫) নামে করাত কলের মালিকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চুনখোলা গ্রামের সাইদের মোড়ে করাত কলের ঘরে গত সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শাসন গ্রামের সামাদ শরীফ প্রতিবন্ধী একটি শিশুকে একা পেয়ে তাঁর করাতকলের ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এরপর বিষয়টি গোপন রাখতে ওই প্রতিবন্ধী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন। শিশুটি ভীত অবস্থায় বাড়ি ফিরে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পারায় কেবল অসুস্থ ভেবে তার যত্ন নেয়।

এর একদিন পর মঙ্গলবার কাপড়ে রক্ত দেখেন ভুক্তভোগীর মা। এরপর তিনি অভয় দিয়ে শিশুটির থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে জানিয়েছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ