হোম > ছাপা সংস্করণ

এইচএসসির ৭৫৯ শিক্ষার্থী পেলেন বৃত্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ দেওয়া হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এইচএসসিতে অধ্যয়নরত খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাই করা মোট ৭৫৯ জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীরা এ অর্থ পান। প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে দেওয়া হয়। এই খাতে মোট পনেরো লাখ আঠারো হাজার টাকা বিতরণ করা হয়।

এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বৃত্তির অর্থ বিতরণ করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে তিনি বৃত্তির অর্থ শিক্ষার কাজে খরচ করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পরে বেলা ১টায় খুলনা জেলা পরিষদ পরিচালিত করোনেশন কারিগরি বিদ্যালয়ের ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষা বছরের শিক্ষার্থীদের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রসহ প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা পরিষদ সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তার, জেসমিন পারভিন জলি, শোভা রানি হালদার, মোল্লা মিজানুর রহমান, জয়ন্তী রানি সরদার, সরদার আবু সালেহ, দিলীপ হালদার, জহুরুল হক বাচ্চু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জোবায়ের আহম্মেদ খান জবা, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, হিসাবরক্ষক সোমা দাশ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ