ছোটবেলা থেকেই এন্ড্রু কিশোরের গান ভালোবাসতেন চম্পা বণিক। এখনো মঞ্চে উঠলে দর্শক এন্ড্রু কিশোরের গান গাওয়ার অনুরোধ জানালে খুশিতে মন ভরে ওঠে তাঁর। প্রাণখুলে কণ্ঠে তোলেন কিশোরের গান। এবার প্রিয়া শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর একটি গান নতুন করে গাইলেন চম্পা। ‘জীবনের গল্পটা’ শিরোনামের গানটি অরনি ইয়াসমিনের লেখা। সুর ও সংগীত করেছেন অশোক পাল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অশোক পাল।
২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত চম্পা বণিক। গতকাল তিনি খালেদ বুলবুলের লেখা ও অশোক পালের সুর ও সংগীতে ‘রাত্রির শেষে অবশেষে সূর্যটা উঠল হেসে’ শিরোনামের একটা গান গেয়েছেন বাংলাদেশ বেতারে প্রচারের লক্ষ্যে। সম্প্রতি প্রকাশ হয়েছে চম্পার গাওয়া ‘আজ পাঁচটা ফুল ফুটেছে’ শিরোনামের একটি গান। লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
আজ চম্পার জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন।