হোম > ছাপা সংস্করণ

এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ছোটবেলা থেকেই এন্ড্রু কিশোরের গান ভালোবাসতেন চম্পা বণিক। এখনো মঞ্চে উঠলে দর্শক এন্ড্রু কিশোরের গান গাওয়ার অনুরোধ জানালে খুশিতে মন ভরে ওঠে তাঁর। প্রাণখুলে কণ্ঠে তোলেন কিশোরের গান। এবার প্রিয়া শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর একটি গান নতুন করে গাইলেন চম্পা। ‘জীবনের গল্পটা’ শিরোনামের গানটি অরনি ইয়াসমিনের লেখা। সুর ও সংগীত করেছেন অশোক পাল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অশোক পাল।

চম্পা বণিক বলেন, ‘শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর আমাদের দেশের গর্ব। এ দেশের প্লে-ব্যাক সম্রাট তিনি। কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েই গানটি আমি নতুন করে গেয়েছি। আমাকে সাহস জুগিয়েছেন এই গানের সুরকার শ্রদ্ধেয় অশোক পাল। সাধ্যমতো গাইবার চেষ্টা করেছি গানটি। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অশোক পাল দাদার কাছে, কারণ তাঁর জন্যই এমন একটি গান গাইবার সুযোগ হয়েছে আমার। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।’

২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত চম্পা বণিক। গতকাল তিনি খালেদ বুলবুলের লেখা ও অশোক পালের সুর ও সংগীতে ‘রাত্রির শেষে অবশেষে সূর্যটা উঠল হেসে’ শিরোনামের একটা গান গেয়েছেন বাংলাদেশ বেতারে প্রচারের লক্ষ্যে। সম্প্রতি প্রকাশ হয়েছে চম্পার গাওয়া ‘আজ পাঁচটা ফুল ফুটেছে’ শিরোনামের একটি গান। লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

আজ চম্পার জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ