হোম > ছাপা সংস্করণ

নতুনভাবে ফিরছেন নোলক

২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে রাতারাতি খ্যাতি পান নোলক বাবু। একসময় হঠাৎ করেই অন্তরালে চলে যান প্রতিভাবান এই সংগীতশিল্পী। বিরতি পেরিয়ে নতুন করে আবার গান নিয়েই ব্যস্ত হচ্ছেন নোলক।

নতুন গান রেকর্ডিংয়ের যেমন ব্যস্ততা, ঠিক তেমনি স্টেজ শোতেও রয়েছেন তিনি। গত রোববার নোলক ‘মন পাখি’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন জয়নাল আবেদীন, সুর-সংগীত করেছেন শিহাব।

নোলক বলেন, ‘আমি এখন মৌলিক গানে জোর দিচ্ছি। শিল্পী হিসেবে টিকে থাকার জন্য মৌলিক গান ভীষণ জরুরি। কিছু গান থাকে শিল্পীর আত্মার সাথে গেঁথে যায়। মন পাখি ঠিক তেমনি একটি গান। গানটির কথা আমার কাছে যেমন ভালো লেগেছে, ঠিক তেমনি গানটির সুর-সংগীতায়োজনও আমার কাছে গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্ন ঘরানারই লেগেছে। গানটির মিউজিক ভিডিও দ্রুত নির্মাণ শেষে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’

এখন নিয়মিত টিভি শো করছেন নোলক বাবু। প্রকাশের অপেক্ষায় আছে তাঁর গাওয়া ও সুর করা ‘তোমায় একটা কথা বলতে চাই’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন তরুণ সিং ও সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। এ ছাড়া ‘প্রতিমার মুখ’ নামে আরও একটি গান শিগগিরই আসবে বলে জানিয়েছেন নোলক। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর করেছেন অভি আকাশ, সংগীতায়োজনে মুশফিক লিটু।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ