হোম > ছাপা সংস্করণ

গাজীপুরে ২ নারীর মরদেহ উদ্ধার

শ্রীপুর ও টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর ও টঙ্গী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার বেলা ১১টায় এ দুই মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গীতে উদ্ধার হওয়া নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।

শ্রীপুর: শ্রীপুরে ঘরের বারান্দা থেকে শাহনাজ আক্তার নামের এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহনাজ আক্তার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মদিনানগর গ্রামের মো. লিয়াকত আলীর মেয়ে। তিনি শ্রীপুরে ফরিদপুর গ্রামের জনৈক মো. সাইদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। সেখান থেকে তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক অঙ্কুর কুমার বলেন, ‘ওই নারীর বাবা রওনা হয়েছেন। পরিবারের কোনো ধরনের আপত্তি না থাকলে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

টঙ্গী: টঙ্গীতে সানজিদা (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টায় টঙ্গীর দত্তপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বামী আজমল মিয়াকে (২৫) আটক করা হয়েছে। সানজিদা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার শরিফপুর গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, তিন মাস আগে পাশের গ্রামের আজমল মিয়ার সঙ্গে বিয়ে হয় সানিজদার। টঙ্গী দত্তপাড়া এলাকায় বাসা ভাড়া স্থানীয় পোশাক কারখানায় তাঁরা চাকরি করতেন। শুক্রবার রাতে আজমল মশার কয়েল কিনতে বাইরে যায়। ফিরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় সানজিদাকে দেখতে পান। তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী আজমলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ