রয়টার্স, লন্ডন
লকডাউনের মধ্যেই ডাউনিং স্ট্রিটে আয়োজন করা হয় পার্টি। এতে স্বয়ং প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত ছিলেন। এর রেশ কাটতে না কাটতেই জানা যায়, সেখানে তাঁকে ছাড়াই পার্টি হয়েছে আরও কয়েকটি। এ ইস্যুতে সম্প্রতি পার্লামেন্টে তাঁর পদত্যাগের দাবি জোরদার হচ্ছে। এবার যুক্ত হলো আরেক ‘বিপত্তি’। গত বুধবার ফাঁস হওয়া একটি ই-মেইল থেকে জানা গেছে, আফগানিস্তানে সংকটের সময় মানুষ রেখে প্রাণী সরিয়ে নেওয়ার ঘটনায় যুক্ত ছিলেন তিনি। গত বুধবার ছড়িয়ে পড়ে এ সংবাদ।
এর আগে এমন অভিযোগ অস্বীকার করেছিলেন বরিস জনসন। এবার জানা গেল তিনি এত দিন ‘মিথ্যা’ বলেছেন।