নীলফামারীর সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজের চার দিন পর গৃহবধূ লাভলী বেগমের (২৫) মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর মামা বাদী হয়ে গত শুক্রবার রাতে সৈয়দপুর থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন নিহত গৃহবধূ স্বামী রেজাউল মণ্ডল, শাশুড়ি এছরা বেগম, শ্বশুর আফজাল আলী, জা সুমি বেগম, ভাশুর ইউসুফ আলী এবং প্রতিবেশী রবিউল ইসলাম ও সোহেল রানা।
এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়েছে। নিহত গৃহবধূর স্বামী রেজাউল মণ্ডল ও শাশুড়ি এছরা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক নিহতের স্বামী ও শাশুড়িকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।