তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা ২০২১ সালের মতো তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি করে। তারা ২০২২ সালে সরকার ঘোষিত ৭০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদ করে।
শিক্ষার্থীরা জানায়, করোনা মহামারির কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সিলেবাস শেষ করতে পারেনি। তাই পুরো সিলেবাসের ওপর পরীক্ষা হলে তাদের জন্য উত্তর দেওয়া কঠিন হবে। এ কারণে বিশেষ বিবেচনায় আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষা গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে ও সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।
উল্লেখ্য, একই দাবিতে গত ১০ ডিসেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা।