হোম > ছাপা সংস্করণ

দগ্ধ আরও দুজনের মৃত্যু হাসপাতালে

ঢামেক প্রতিনিধি

যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে মারা যান রিপন মিয়া (৪৫) এবং সকাল সাড়ে ৯টার দিকে মারা যান আবুল কালাম (৫৮)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ এবং কালামের শরীরের ৮০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান বিশ্বনাথ (৬০)। তাঁর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. আইউব হোসেন আরও জানান, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ এলাকা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শফিকুল ইসলাম (৪০) ৭৮ শতাংশ ও কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

মৃত কালামের স্ত্রী রিনা বেগম জানান, তাঁরা গেন্ডারিয়া স্বতিশ সরকার রোডে থাকেন। বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের দোকানে তাঁর স্বামী কাজ করতেন। রিপনের ভগ্নিপতি আকবর হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বর্তমানে সায়েদাবাদ এলাকায় একটি মেসে থাকতেন রিপন এবং ওই গ্যাস সিলিন্ডারের দোকানের ভ্যানচালক ছিলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় সায়েদাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ ঘটে। এত ছয়জন দগ্ধ হন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ