হোম > ছাপা সংস্করণ

অবরুদ্ধ পরিবারকে মুক্ত করল প্রশাসন

গাজীপুরের শ্রীপুরে একটি অবরুদ্ধ পরিবারকে মুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে অবরুদ্ধ মরিয়ম ও তাঁর সন্তানদের মুক্ত করেন। ভুক্তভোগী মরিয়ম ওই গ্রামের মৃত রায়হান খানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে রায়হান মারা যান। রায়হানের চার ভাই শাহীন, বাবু, রাসেল, ও সোহেল মিলে রায়হানের স্ত্রী মরিয়মকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে চক্রান্ত করেন। সম্প্রতি মরিয়ম একটি ঘর নির্মাণ করতে টিন ও কাঠ কেনেন। এরপর অভিযুক্তরা ময়িয়মের রান্না, পানির সংযোগ, টয়লেট ব্যবহার বন্ধ করে দেন।

অবরুদ্ধ পরিবারটি স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার চেয়ে কোনো প্রতিকার পায়নি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনাটি সমাধান করতে ব্যর্থ হয়ে মরিয়মকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

পরে মরিয়ম গত ১৭ মার্চ শ্রীপুর থানায় অভিযোগ করেন। পুলিশও কোনো প্রতিকার করতে না পারায় তিনি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার বলেন, শ্রীপুরের ইউএনও মো. তরিকুল ইসলামের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তিনি সরেজমিনে যান। তিনি বেড়া উচ্ছেদ করে পরিবারটিকে অবমুক্ত করার নির্দেশ দেন। তাঁর নির্দেশে পরিবারটি প্রায় পঁচিশ দিন পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ