সরাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করায় ৯৫ প্রার্থীকে ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত ৮টা পর্যন্ত গত ৭ দিনে ৯টি ইউনিয়নে দেয়ালে পোস্টার সাঁটানো, কর্মী-সমর্থকদের মধ্যে খাবার বিতরণ ও মিছিল করার অপরাধে এসব প্রার্থীদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, গত ৭ দিনে আচরণবিধি লঙ্ঘন করায় ২২ জন ইউপি চেয়ারম্যান ৫৯ জন সাধারণ সদস্য ও ১৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীকে ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের এ জরিমানা করা হয়েছে। প্রার্থী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।