শ্রীমঙ্গলে নিখোঁজের তিন দিন পর রাবার বাগান থেকে মিনা বেগম (১১) নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের মঈনু মিয়ার মেয়ে। স্থানীয় এক মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে থেকে শিশুটি নিখোঁজ ছিল। তবে থানায় এ বিষয়ে জানানো হয়নি। পরে রোববার
দুপুরে রুপাইছড়া রাবার বাগানের ভেতরে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিশুটির ভাই আবুল হোসেন জানান, তাঁর বোন শুক্রবার প্রয়োজনীয় জিনিস কিনতে সমশেরগঞ্জ বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার তাঁরা এলাকায় মাইকিংও করা হয়। পরদিন সকালে রাবার বাগানে বোন মিনার লাশ মিলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবীর জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পায়ে আঘাতের চিহ্ন আছে এবং অর্ধ বিবস্ত্র ছিল।