ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গত শনিবার এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি এই ধাপের নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের সময়সীমা আগামী ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ জানুয়ারি।
জানা যায়, এই ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০টি ইউপির মধ্যে সাতটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার বিনাউটি, বাদৈর, গোপিনাথপুর, মেহারী, কসবা পশ্চিম, কায়েমপুর এবং বায়েক ইউপিতে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।