সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার এক এএসআই এর সঙ্গে বাদীর ‘অন্তরঙ্গ’ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রামবাসির বিরুদ্ধে পুলিশের মামলার পর এবার মামলা করেছেন বাদী মৌসুমী আক্তার। এতে সাতজন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ৩০ / ৩৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান। এর আগে পুলিশের করা মামলায় ১৩ গ্রামবাসীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।