রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী হচ্ছে ৫ জন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কর্মকর্তা। আগামী ২৩ ডিসেম্বর ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, রাইখালী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. এনামুল হক, ওয়াগ্গা ইউপির সাবেক সদস্য শ্যামল তঞ্চঙ্গ্যা, মো. আলম, মো. সোলায়মান কবির।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সর্বমোট ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। আগামী ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বন মামলায় নিম্ন আদালতে সাজা হওয়ায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনকে বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।