আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মতিয়র রহমান বলেন, গতকাল দুপুরে বিদ্যালয় ছুটির পর নবম ও দশম শ্রেণির ৭-৮ জন ছাত্রীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা ছাড়াও মোবাইল ফোনে ছবি ধারণ করছিল ওই কিশোর। এ সময় ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।
থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।