হোম > ছাপা সংস্করণ

এক কেজি আলু ৫ টাকা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলুর বাজারে ধস নেমেছে। ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজিতে ১২ টাকা থেকে দাম কমে ৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ হাজার টাকা লোকসান হচ্ছে চাষিদের।

তিন মণ আলুর বর্তমান বাজার মূল্য ৬০০ টাকা। আর বাজারে গরুর মাংসের কেজি ৫৫০ টাকা। খেত থেকে ৩ মণ আলু তোলার পর বাজারে বিক্রি করে মজুরি ও গাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে ১ কেজি মাংস পাওয়া যাচ্ছে।

গতকাল বুধবার সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে ৩ মণ আলু বিক্রি করে বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের আলু চাষি আবুল কাসেম ১ কেজি মাংস কিনেছেন। তিনি জানান, আলুর দাম এত কম যে,১ কেজি গরুর মাংস কিনতে ৩ মণ আলু বিক্রি করতে হচ্ছে। অথচ গেল বছর এমন সময়ে আলু বাজারে বিক্রি হচ্ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। এমন বাজার দর থাকলে আগামীতে আলু চাষে বিমুখ হবে কৃষক, এমনটাই মনে করেন তিনি।

উপজেলার বড়বাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলু চাষি সামশুল আলম জানান, চার বিঘা জমিতে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে আলু উৎপাদন করেছেন। ৫ টাকা কেজি আলু দাম দেখে তিনি এখন পর্যন্ত কোনো আলু তোলেননি। এমন দামে আলু বিক্রি করার চেয়ে গরুকে খাওয়ানো অনেক ভালো বলে মনে করছেন তিনি। কারণ বাজারে গরুর খাবারের মূল্যও বেশি।

গত সোমবার একই গ্রামের আলু চাষি আব্দুল জব্বার ২৫ শতক জমিতে ৫০ বস্তা আলু তুলে বাজারে বিক্রি করেছেন ৫টা কেজি দরে। ৫০ বস্তা আলুর দাম পেয়েছেন ১৫ হাজার টাকা। অথচ সেই আলু উৎপাদনে খরচ হয়েছে ৩৪ হাজার টাকা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ৪ হাজার হেক্টর জমিতে। যা গেল বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর বেশি।

আলু ব্যবসায়ী দুলাল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, গতকাল বুধবার ৫ দশমিক ২৫ পয়সা কেজি দরে আলু কিনেছেন ৮ গাড়ি। গত এক সপ্তাহ ধরে ৫ থেকে ৬ টাকা কেজি দরে আলু কিনছেন তাঁরা।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, আলুর ফলন ভালো হয়েছে। চলতি বছর আলুর উৎপাদন বেড়েছে। অসময়ে বৃষ্টি এবং সব আলু একসঙ্গে বাজারে আসায় দাম কিছুটা কম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ