পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মো. হাসান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নওগাঁ পুলিশ লাইনস এলাকা থেকে তাঁকে আটক করে নওগাঁর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক হাসানের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর পূর্বপাড়া গ্রামে।
নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের মতো নওগাঁতেও সোমবার থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কিছু প্রতারক কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পুলিশ লাইনস এলাকায় চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে দুপুরে পুলিশ লাইনসের সামনের রাস্তায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেনের সময় ৫০ হাজার টাকাসহ হাসান নামের ওই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ওই এলাকায় প্রচণ্ড ভিড় থাকায় তাঁর অন্য সহযোগী ও টাকা প্রদানকারী তরুণ সেখান থেকে পালিয়ে যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।