হোম > ছাপা সংস্করণ

পুলিশে চাকরির নামে প্রতারণা আটক ১

মান্দা ও নওগাঁ প্রতিনিধি

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মো. হাসান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নওগাঁ পুলিশ লাইনস এলাকা থেকে তাঁকে আটক করে নওগাঁর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক হাসানের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর পূর্বপাড়া গ্রামে।

নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের মতো নওগাঁতেও সোমবার থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কিছু প্রতারক কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পুলিশ লাইনস এলাকায় চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে দুপুরে পুলিশ লাইনসের সামনের রাস্তায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেনের সময় ৫০ হাজার টাকাসহ হাসান নামের ওই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ওই এলাকায় প্রচণ্ড ভিড় থাকায় তাঁর অন্য সহযোগী ও টাকা প্রদানকারী তরুণ সেখান থেকে পালিয়ে যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ