রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই মাস পর একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে চারজনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
গতকাল বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জাকিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মৃত ব্যক্তি দিনাজপুর জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুরের দুই এবং ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলার একজন করে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণের হার পাওয়া গেছে ১ দশমিক ১৪ শতাংশ।