জামালপুরের বকশীগঞ্জে গতকাল বুধবার পৃথক দুটি অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ হেরোইন ও বিদেশি মদ জব্দ করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন বকশি গঞ্জ পৌর এলাকার বাসিন্দা সজীব ধর সেতু ও গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আল আমিন। অভিযানকালে আল আমিনের কাছ থেকে একগ্রাম হেরোইন ও সেতুর কাছ থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, বুধবার সকালে পৃথক অভিযানে সেতু ধর ও আল আমিনের বাড়ি থেকে মদ ও হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।