হোম > ছাপা সংস্করণ

চবি ক্যাম্পাসে বসছে নমুনা সংগ্রহের বুথ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অবশেষে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য বুথ বসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। ইতিমধ্যে বুথ বসানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে চবি কর্তৃপক্ষ। সিভিল সার্জনের অনুমোদন পেলেই নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ক্যাম্পাসে বুথ বসানোর উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় আমরা নমুনা সংগ্রহ করব।’

প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টা নমুনা সংগ্রহ করা হবে উল্লেখ করে প্রক্টর বলেন, বুথে একজন চিকিৎসক থাকবেন। তিনি রোগীকে দেখে যদি মনে করেন নমুনা পরীক্ষা করা দরকার, তবেই নমুনা সংগ্রহ করা হবে।

শহীদুল ইসলাম আরও বলেন, ‘আমরা সিভিল সার্জন বরাবর অনুমোদনের জন্য চিঠি দিয়েছি। অনুমোদন পেলেই বুথের কার্যক্রম শুরু হবে।’

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘করোনার নমুনা সংগ্রহের বুথ স্থাপন নিয়ে আমরা একটা সভা করেছি। আমাদের প্রস্তুতি রয়েছে। সরকারের অনুমোদন পেলে নমুনা সংগ্রহ শুরু হবে।’

এর আগে গত ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘চবির হলে জ্বর-সর্দি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার নমুনা নেওয়ার কোনো বুথ না থাকায় করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ