হোম > ছাপা সংস্করণ

ঠিকাদারের ছেলের বিয়ে তে কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খাদ্য বিভাগের এক পরিবহন ঠিকাদারের ছেলের বিয়েতে দল বেঁধে যোগ দিয়ে সমালোচনায় পড়েছেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ কর্মকর্তারা। বিশিষ্টজনেরা বলছেন, এভাবে একজন ঠিকাদারের ছেলের বিয়েতে সরকারি কর্মকর্তারা যোগ দিতে পারেন না।

খাদ্য বিভাগে প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিতি আছে ইমরান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী এস এম আবু মনসুরের। গত সোমবার রাতে চট্টগ্রাম লেডিস ক্লাবে তাঁর ছেলের বিয়ের অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের যোগ দেন খাদ্য বিভাগের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবু মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছেলের বিয়ের অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাওয়াত করেছিলাম। তাঁরা সবাই এসেছিলেন।’

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘ঠিকাদার আবু মনসুর আমাদের অংশীদার। সে হিসেবে আমরা তাঁর ছেলের বিয়েতে যোগ দিয়েছি।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সভাপতি অধ্যাপক সিকান্দার খান বলেন, ‘এভাবে একজন ঠিকাদারের ছেলের বিয়েতে দাওয়াত খাওয়া সুশাসনের জন্য খারাপ। এতে দুই পক্ষের মধ্যে অনৈতিক সুবিধা দেওয়া-নেওয়ার প্রশ্ন উঠতে পারে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ