হোম > ছাপা সংস্করণ

সাম্প্রদায়িক সংকটকে পুঁজি করতে চাইছে আ.লীগ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রদায়িক সংকট তৈরি করে আওয়ামী লীগ দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, এই বিভাজনকে পুঁজি করে তারা (আওয়ামী লীগ) রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি মিছিলের সমালোচনা করেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘অশান্তি ঘটালেন আপনারা। আগুন দিলেন আপনারা। গুলি করলেন আপনারা। নিরীহ মানুষগুলোকে হত্যা করলেন আপনারা। আজ আবার শান্তি মিছিল বের করছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।’ তিনি বলেন, এটিই আওয়ামী লীগ, এটিই তাদের খাঁটি চরিত্র। জন্মের পর থেকেই তারা এটাই করে এসেছে।

সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের আত্মা হচ্ছে একটি ‘গণতান্ত্রিক সমাজ’। সেই আত্মাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে, এই দেশের মানুষ অনেক বেশি কষ্ট পাবে। আমাদের সব অর্জন হারিয়ে যাবে। তাই, আমাদের সবার দায়িত্ব, ঐক্যবদ্ধভাবে দানবীয় এই সরকারকে সরাতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ