গফরগাঁওয়ে এক স্কুলছাত্রী নিখোঁজের দুই মাসেও সন্ধান পায়নি তার পরিবার। গত ১৮ অক্টোবর বিকেলে বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ওই ছাত্রী। সে একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে পাগলা থানায় সাধারণ ডায়েরি করেছে মেয়েটির পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চাওয়া হয়েছে।
নিখোঁজ স্কুলছাত্রীর বাবা জানান, গত ১৮ অক্টোবর বিকেলে নানার বাড়ি থেকে কোচিং করতে বের হয় সে। তবে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় স্বজনেরা সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে। এ ছাড়া আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি।
ওই ছাত্রীর বাবা আরও জানান, কয়েক দিন খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে গত ২৪ নভেম্বর পাগলা থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি ও তাঁর স্ত্রী চাকরির সুবাদে চট্টগ্রামের সিডিএ এলাকায় বাস করেন। মেয়ে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।
ওই ছাত্রীর মামা বলেন, সাধারণ ডায়েরি করার পর পাগলা থানার উপপরিদর্শক মোবারক হোসেন এর তদন্ত করেন। তবে এখনো তার সন্ধান দিতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, নিখোঁজ স্কুলছাত্রীর পরিবারের তথ্য অনুযায়ী সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও তাঁকে উদ্ধার করা যায়নি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজামান বলেন, স্কুলছাত্রীর নিখোঁজের ব্যাপারে সন্দেহভাজনদের ওপর পুলিশি নজরদারি রয়েছে। এ ঘটনার তদন্তকারী উপপরিদর্শকের বদলিজনিত কারণে অন্য একজন কর্মকর্তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হবে। মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।