পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউপিতে ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। এ ছাড়া সাভারের বিভিন্ন ইউনিয়নের আরও ১০ জন ইউপি সদস্য ও দুজন সংরক্ষিত মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন শিকদার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্যরা হলেন, তেঁতুলঝোড়ার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে শাহিনুর বেগম, বিরুলিয়ার ৩ নম্বর ওয়ার্ডের মোছা. নুরতাজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ সদস্য হলেন, তেঁতুলঝোড়ার ২ নম্বর ওয়ার্ডের নাজমুল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের মো. মান্নান, ৪ নম্বর ওয়ার্ডের মো. আইয়ুব, ৫ নম্বর ওয়ার্ডের মো. নিজাম, ৭ নম্বর ওয়ার্ডের আলমাছ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের মো. ফিরুজ, ৯ নম্বর ওয়ার্ডের শাহ আলম, বনগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফিরোজ উদ্দিন, ভাকুর্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন, আমিনবাজারের ১ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম।
তেঁতুলঝোড়া ইউপির রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, তেঁতুলঝোড়া ইউপিতে ফখরুল আলম সমর ছাড়া ইউপিতে কেউ মনোনয়ন জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।