বলিউড সিনেমা ‘শুদ্ধ দেশি রোমান্সে’র মাধ্য়মে ২০১৩ সালে প্রথম বড় পর্দায় আসেন বাণী কাপুর। এরপর একে একে মুক্তি পায় তাঁর জনপ্রিয় সিনেমাগুলো। এরই মধ্য়ে তরুণদের প্রিয় নায়িকার খাতায় বাণীর নাম উঠে গেছে!
সূত্র: হার জিন্দেগি