দেবী বোধনের মাধ্যমে আজ শুরু হচ্ছে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। খাগড়াছড়ির মানিকছড়িতে এবার ৩টি পূজামণ্ডপে কারিগরেরা রং-তুলির শেষ আঁচড়ে ফুটিয়ে তুলেছে প্রতিমার শরীর।
উপজেলার রাজশ্যামা কালী মন্দির, তিনটহরী দুর্গা মন্দির ও একসত্যাপাড়া দুর্গা মন্দিরে এবার শারদীয় দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে পূজা উদ্যাপন কমিটি।
রাজশ্যামা কালী মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমর কান্তি দত্ত বলেন, উপজেলার প্রাচীন এই কালী মন্দিরে দুর্গাপূজার সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর পরিবেশে পূজা উদ্যাপনের সব আয়োজন শেষ হয়েছে।
তিনটহরী দুর্গা মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাজীব দে ও একসত্যাপাড়া দুর্গা মন্দির পূজা উদ্যাপন কমিটির লিটন দেব নাথ বলেন, করোনার প্রভাব ও অর্থসংকটে এবার পূজার আনুষ্ঠানিকতায় কিছুটা মালিন্য থাকবে। ইতিমধ্যে প্রশাসন ও থানা-পুলিশের সঙ্গে আলাদা সভা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, ‘উপজেলার তিনটি মন্দিরে পূজার সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে। পুলিশ, গ্রাম আনসার ও পূজা উদ্যাপন কমিটির স্বেচ্ছাসেবীর সমন্বয়ে নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা হবে। বিশেষ করে করোনার কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে কমিটিকে বারবার বলা হয়েছে। আশা করছি পূজারি ও দর্শনার্থীরা বিষয়টি মেনে আরাধনায় শামিল হবে।’