হোম > ছাপা সংস্করণ

সাভারে ৫ ভবন ভেঙে দিল রাজউক

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে নকশাবহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‘সাভার রাজউকের মহাপরিকল্পিত এলাকার অন্তর্ভুক্ত। এখানে অপরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ নেই। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। উচ্ছেদের ক্ষেত্রে প্রথমে নির্মাণাধীন ভবনের প্রতি জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজউকের আওতায় থাকা এলাকায় নিয়ম অনুযায়ী পৌরসভার ভবনের নকশার অনুমোদন দেওয়ার সুযোগ নেই। কিন্তু তারা দিয়েছে, এতে সাভারে নকশাবহির্ভূত ভবনের সংখ্যা বাড়ছে।’ এ সময় শিগগিরই সাভারে রাজউকের সাব অফিস করার পরিকল্পনার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, ‘২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভবনের নকশা অনুমোদন দেওয়ার চিঠির বিপরীতে অনুমোদন দিচ্ছি।

তবে রাজউকের বিষয়টি আমাদের নজরে এসেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ