চট্টগ্রামের রাউজানে ১১৪ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
গ্রাম পুলিশের উদ্দেশ্যে সাংসদ বলেন, ‘অসহায়-গরিব মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্যে রাখতে হবে। গ্রামের সব অপরাধ রোধে গ্রাম পুলিশদের সাহসী ভূমিকা রাখতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সার্বিক তদারক করতে হবে।’ গ্রাম পুলিশদের প্রকৃত পুলিশের ভূমিকায় কাজ করার আহ্বান জানান সাংসদ ফজলে করিম।
অনুষ্ঠানে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ।
পরে ১৭ জন ক্যানসার আক্রান্ত রোগীর মধ্যে চেক বিতরণ করা হয়। এ ছাড়া কৃষকদের মধ্যে সার-বীজ, ওষুধ, হুইলচেয়ার, ১৩৬টি বৌদ্ধ বিহারে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়।