অদম্য মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলীকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
মোস্তাকিম আলী কাঠমিস্ত্রির কাজ করেন। এর ফাঁকে ফাঁকে পড়াশোনা করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম হয়েছেন। ‘বি’ ইউনিটের গ্রুপ-৩ এ ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।
মোস্তাকিম তানোর উপজেলার বাঁধাইড় মিশনপাড়া গ্রামের সামাউন আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় মোস্তাকিম। তাঁর বাবা পেশায় একজন কাঠমিস্ত্রী। প্রাথমিক শিক্ষা শেষ করেই বাবার পেশায় যুক্ত হন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক মোস্তাকিম আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষা উপকরণ কেনার জন্য তাঁকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মোস্তাকিম আলী বলেন, ‘এই সংবর্ধনা আমাকে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগাবে।’