বাংলাদেশ দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানের একনিষ্ঠ ভক্ত রাসেল। গত শনিবার বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলার সময় মোস্তাফিজের কাছে যেতে জৈব সুরক্ষা বলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়েন এই যুবক। এই ভুলের পরিণামে তাঁকে যেতে হলো কারাগারে।
শনিবার আটকের পর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। সঙ্গে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের আবেদন নামঞ্জুর করে রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার রাসেল যখন মাঠে ঢুকে পড়েন তখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভার চলছিল। পাকিস্তান ব্যাটিংয়ে। ওই সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর টপকে হঠাৎই মাঠে ঢুকে মোস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন তিনি। পরে তাঁকে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। আর মোস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয় করোনার নিয়মের কারণে।