ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন পাওয়া প্রার্থী হলেন, আড়ানী ইউপিতে রফিকুল ইসলাম রফিক, বাউসা ইউপিতে শফিকুর রহমান শফিক ও চকরাজাপুর ইউপিতে ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু প্রমুখ।