হোম > ছাপা সংস্করণ

যুদ্ধে চাঙা অস্ত্র কোম্পানিগুলো

এক অসময়ের যুদ্ধে ইউক্রেনের জনজীবন, অবকাঠামো ইত্যাদি যখন বিধ্বস্ত হয়ে পড়ছে, ঠিক তখন কোটি কোটি ডলার মুনাফা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলো। যুদ্ধ শুরুর পর পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলো ইতিমধ্যে প্রায় অর্ধ লাখ কোটি ডলারের সরবরাহ আদেশ নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে এশিয়া টাইমসের এক প্রতিবেদনে।

প্রতিবেদনটিতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনে ৪৯ কোটি ৬৯৮ লাখ ডলার সমমূল্যের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বাইরে গত বছর ইউক্রেনকে ৬৫ কোটি ডলারের সামরিক সহায়তা ও ৯০ টন সামরিক সরঞ্জাম দিয়েছে ওয়াশিংটন।

ইউক্রেনকে যৌথভাবে ১৭ হাজার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ২ হাজার স্টিংগার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক এবং কানাডাও চলমান যুদ্ধে ইউক্রেনে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে।

যুদ্ধ শুরুর আগে গত ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারী রেথিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগরি জে হেইস বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছিলেন, গত সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা হয়েছে। পূর্ব ইউরোপ, দক্ষিণ চীন সাগর উত্তেজনায় টগবগ করছে। এসব অঞ্চলে যেকোনো সময় যুদ্ধ লাগতে পারে বলে। এসব যুদ্ধ থেকে মুনাফা করতে না পারার কোনো কারণ নেই।

যুদ্ধ শুরুর পর বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলোয় বিভিন্ন সূচকের পতন অব্যাহত থাকলেও কয়েকটি খাতের মতো সামরিক খাতও ঊর্ধ্বমুখী রয়েছে। নিউইয়র্কের পুঁজিবাজার নাসডাক এসঅ্যান্ডপি-৫০০ এ যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড ও রেথিয়নের শেয়ার গত বুধবার যথাক্রমে ১৬ ও ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইউরোপের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি বিএই সিস্টেমসের শেয়ারের দাম বেড়েছে ২৬ শতাংশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ