এবি ব্যাংকের ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ব্যাংকটির ১৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করতে দুদককে এই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
এ ছাড়া মামলার দুই আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও গতকাল রুল জারি করেছেন আদালত।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, একটি অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ওই ঘটনায় গত ৯ জুন মামলা হয়। ওই মামলায় ১৭ আসামির মধ্যে শহীদুল ইসলাম ও আব্দুর রহিম আগাম জামিনের আবেদন করেন। আদালত আগাম জামিন না দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। পরে তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।